২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, মে ১৮, ২০২০
স্বপন দেব,মৌলভীবাজার
কুলাউড়া উপজেলায় বিএনপির উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচির টেলিকনফারেন্সের মাধ্যমে ১৮ মে সোমবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় টেলিকনফারেন্সে তিনি বলেন, বৈশি^ক দুর্যোগেও সরকার স্বজনপ্রীতি করছে। দেশের সাধারণ মানুষকে বঞ্চিত করে দলীয় নেতাকর্মীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করছে। বিএনপি সর্বদলীয় খাদ্য সহায়তা বিতরণের প্রস্তাব প্রত্যাখান করে সরকার স্বজনপ্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। বিএনপি দুুর্দনে সব সময় মানুষের কল্যানে পাশে ছিলো এবং আছে। তিনি কুলাউড়ার বিএনপির খাদ্য সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
খাদ্য সহায়তা কর্মসূৃচি উদ্বোধনকালে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক মেয়র কামাল উদ্দিন জুনেদ, সাংগঠনিক সম্পাদক আবু সফিয়ান প্রমুখ।
কুলাউড়া উপজেলা বিএনপি প্রবাসী হোয়াট্স অ্যাপ গ্রুপের অর্থায়নে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে ৫ হাজার হতদরিদ্র মানুষের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হবে পর্যায়ক্রমে। উদ্বোধনী দিনে কুলাউড়া পৌরসভা, টিলাগাঁও ও হাজিপুর ইউনিয়নে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D