করোনা প্রতিরোধে চা বাগানে সিআইপিআরবির’র সচেনতামূলক প্রচারনা

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, জুন ২, ২০২০

করোনা প্রতিরোধে চা বাগানে সিআইপিআরবির’র সচেনতামূলক প্রচারনা

স্বপন দেব,মৌলভীবাজার
চা বাগানে স্বাস্থ্য সচেতনতার অভাব রয়েছে। চা বাগান সমূহে স্বাভাবিকভাবে যক্ষা, কুষ্ঠ ও ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব দেখা যায়। সাম্প্রতিক করোনাভাইরাস সংক্রমণকালে চা বাগান সমূহে এ রোগের বিস্তার লাভের প্রচুর সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে চা বাগান সমূহে করোনা সংক্রমণ প্রতিরোধ সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্স বাংলাদেশ (সিআইপিআরবি)-ও উদ্যোগে সচেতনামূলখ প্রচারনা শুরু করা হয়। মঙ্গলবার (২ জুন) বেলা আড়াইটায় কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনয়িনের চাতলাপুর চা বাগানে মাইকিং করে প্রচারনার সাথে করোনা প্রতিরোধে করণীয় শীর্ষক প্রয়োজনীয় তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় সিআইপিআরবির কর্মীরা চা বাগান সমূহে এ সচেতনতামূলক প্রচারনা শুরু করেছেন। প্রচারনার লিফলেটে উল্লেখ করা হয়েছে করোনার উপসর্গ কি কি ? বিদেশ থেকে বা ঢাকা, নারায়ণগঞ্জসহ অন্যান্য করোনা আক্রান্ত স্থান থেকে কেহ চা বাগানে আসলে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হয়। কারো করোনার উপসর্গ দেখা দিলে আইইডিসিআর-এর উল্লেখিত হট লাইনে দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে।
করোনা কিভাবে ছড়ায় আর তা প্রতিরোধের সহজ উপায় সমূহ উল্লেখ করা হয়েছে বিলিকৃত লিফলেটে। অতি জরুরী প্রয়োজন ব্যতীত সুস্থ থাকতে নিজ ঘরে থাকতেও বলা হয়েছে। করোনায় ভয় নয় একট সচেতন হলেও তা স্বাস্থ্য বিধি মেনে সহজেই প্রতিরোধ করা যায় এসবই প্রচারকালে ও বিলিকৃত লিফলেটে চা বাগানে বলা হয়েছে।
প্রচারকালে সিআইপিআরবির কর্মীরা বলেন, মৌলভীবাজারের কমলগঞ্জের ১৩টি চা বাগানে তারা এ প্রচারনা চালাবেন। এর মাঝে চাতলাপুর চা বাগান কুলাউড়া উপজেলাধীন হলেও চা শ্রমিক ইউনয়িনের মনু-ধলই ভ্যালীর কমলগঞ্জের অন্তুর্ভুক্ত তাই শুরুতেই চাতলাপুর চা বাগানে প্রচারনা চালানো হলো চা বাগান ব্যবস্থাপনা ও চা বাগান পঞ্চায়েত কমিটির সহযোগিতায়।