২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার মুরইছড়া সীমান্ত এলাকায় আটক ২টি গরু প্রায় এক বছর পর বুধবার (১০ জুন) উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। মৌলভীবাজারের বিজ্ঞ আদালতের আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর উপস্থিতিতে এ নিলাম কার্য সম্পন্ন করা হয়েছে।
জানা যায়, গত বছরের ২০১৯ সালের ১৪ জুন ভারত হতে পাচারকারীরা দু’টি গরু বাংলাদেশে নিয়ে আসলে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী মুরইছড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সেগুলো আটক করে কুলাউড়া থানায় হস্তান্তর করে। এ ঘটনায় পাচারকারী লায়েক মিয়ার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করে বিজিবি।
এরপর থেকে গরু দুটি কুলাউড়া থানার এসআই হারুন আল রশীদের তত্ত্বাবধানে বেসরকারি লোকজনকে দিয়ে এক বছর লালন-পালন করেন। বিশেষ ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক গরু দুটি প্রকাশ্যে নিলামের জন্য গত ৩ জুন আদেশ দেন।
এর প্রেক্ষিতে বুধবার সাড়ে ১১ টায় কুলাউড়া থানা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর উপস্থিতিতে গরু দুটি প্রকাশ্য নিলাম ডাক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী, এস আই হারুন আল রশীদসহ থানা পুলিশের সদস্যসহ নিলামে অংশ নেয়া ব্যক্তিরা।
নিলাম ডাকে কুলাউড়ার বিভিন্ন এলাকার ১২ জন লোক অংশগ্রহণ করলে সর্বোচ্চ ৭৬ হাজার টাকা দামে গরু দুটি ক্রয় করেন পৌর শহরের জয়পাশা এলাকার বাসিন্দা মৃত আব্দুল মতিনের ছেলে সবুজ মিয়া।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D