২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জুন ২১, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজার জেলার জন্য করোনা পরীক্ষার জন্য ঢাকার যে পিসিআর ল্যাব নির্ধারণ করা হয়েছে সে ল্যাব থেকে ১৫-২০ দিন পর পর রিপোর্ট আসছে। এতে জনদূর্ভোগ সৃষ্টি হয়েছ, বাড়ছে অসন্তোষ্। এই বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টিতে এনে করোনা রিপোার্ট দ্রুত দেয়া জন্য সংশ্লিষ্ট সকলকে পদক্ষেপ নেয়ার জোরাল দাবি জানান জেলার রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ।
এ বিষয়টি স্বাস্থ্য মন্ত্রনালয়ের দৃষ্টিতে এনে করোনা রিপোর্ট দ্রুত দেয়া জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু’র সাথে গত ১৭ জুন কুলাউড়া প্রশাসনের মতবিনিময় সভায় কার্যকর পদক্ষেপ নেয়ার জোরাল দাবি জানান প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি, সিনিয়র সাংবাদিক স্বপন দেব।
এ দাবির প্রতি জোরাল সমর্থণ জানান সব মহল। এ নিয়ে বিভিন্ন প্রিন্ট ও অন লাইন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর গত ১৮ জুন সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ে ডিও লেটার দেন মৌলভীবাজার- হবিগঞ্জ আসনের মহিলা এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন। তিনি মৌলভীবাজারে সদর হাসপাতালে করোনা ভাইরাস রোগ নির্ণয় পরীক্ষার আরটি- পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানান এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন।
এছাড়া কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী ভিত্তিতে একটি আইসিইউ সম্বলিত এ্যাম্বুলেন্স দেয়ার জোর দাবি জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হক ।
মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. তউহিদ আহমেদ জানান, জেলায় এ পর্যন্ত ৭ শতাধিক করোনা পরীক্ষার রিপোর্ট দীর্ঘদিন ধরে অপেক্ষামান রয়েছে। করোনা পরীক্ষার ফলাফল আসতে ১০-১৫ দিন পর্যন্ত সময় লাগছে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D