২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
কুলাউড়া প্রতিনিধি
আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের ঐচ্ছিক তহবিল থেকে ৫ লক্ষ টাকার অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে কুলাউড়ার বিভিন্ন এলাকার ৯৮ জনের মধ্যে এমপির পক্ষে এ অনুদান বিতরণ করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফারহাদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক নেতা হোসেন মনসুর, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ৭ নং ওয়ার্ড সম্পাদক শফিকুল ইসলাম জাহেদ, এমপির বিশেষ সহকারী সোহেল আহমদ, অফিস সহকারী শেখ রুয়েল আহমদ, শ্রমিকলীগ কুলাউড়া উপজেলার সদস্য সচিব আহবাব হোসেন রাসেলসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। জানা যায়, এলাকার বিভিন্ন সমাজকর্মীদের মধ্যে ও যে সমস্ত নেতা কর্মিরা গত জাতীয় নির্বাচনে বিভিন্ন হুমকির মুখে পড়েও বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন তাঁদেরকে এ অনুদান দেয়া হয়। জানতে চাইলে এমপি সুলতান মনসুর বলেন, আমার ঐচ্ছিক তহবিল থেকে আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে আমার এলাকার সমাজকর্মীদের মাঝে এ অনুদান দেয়া হয়েছে। তিনি আরও বলেন, জাতির জনক কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণমানুষের দাবী আদায় ও স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগের অগ্রযাত্রা থাকুক অব্যাহত।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D