২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার
নিজে কতোটা অসচেতন ও আত্মঘাতি, অন্যে জন্য বিপদজনক হলে এধরণে কাজ করতে পারেন তার উৎকৃষ্ট উদাহরণ এ দু’ব্যাক্তি। করোনা ভাইরাসে আক্রান্ত নিশ্চিত জেনেও মৌলভীবাজারে দু‘ব্যক্তি প্রকাশ্যে ঘুরে বেড়ানো ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা-বাণিজ্য করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ একজনকে কড়া ভাষায় সতর্ক করেছে। অপরজনকে পুলিশি অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ধরে নিজ নিয়ে বাড়িতে কোয়ারেন্টাইনে দিয়েছে।
মৌলভীবাজার থানা পুলিশ সুত্রে জানা গেছে, শহরের কাশিনাথ রোডে এক ব্যক্তি ভাড়াটিয়া বাসায় বসবাস করেন। ২০ জুন তার করোনা পজেটিভ ধরা পড়ে। স্বাস্থ্য বিভাগ বিষয়টি মৌখিকভাবে জানিয়ে তাকে বাসায় আইসোলেশনে থাকতে বলে। কিন্ত এ ব্যক্তি দু’দিন ধরে শহরে প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন। সেই সাথে শহরের চৌমুহনা এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ব্যবসা-বাণিজ্য করেছেন।
সোমবার (২২ জুন) দুপুরে পুলিশের একটি দল তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে ব্যবসা বন্ধু করে বাড়ি যাবার জন্য অনুরোধ করে। পরে সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যায়।
স্থানীয় প্রশাসন তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে তার বাড়ি লকডাউন করে তাকে সাবধান করা হয়েছে- যাতে আর ঘরের বাইরে বের না হন।
অপরদিকে উত্তর কলিমাবাদ এলাকার লোকজনের অভিযোগ, তাদের এলাকার এক যুবক বিদেশে যাবার জন্য করোনার নমুনা পরীক্ষা করাতে গেলে তার শরীরে প্রায় দশদিন আগে এ রোগ শনাক্ত হয়। স্বাস্থ্য বিভাগ তাকে বাসায় কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়। এ যুবক এটি অমান্য করে পরিবারের লোকজনদের সাথে মেলামেশা একইভাবে পাড়া-মহল্লায় ঘুরে বেড়ানোর অভিযোগ রয়েছে।
মৌলভীবাজার মডেল থানা পুলিশ বিষয়টি জানতে পেরে উত্তর কলিমাবাদের এ বাসায় উপস্থিতি হয়ে যুবককে সতর্ক করেছে। মৌলভীবাজার জেলা শহরে এরকম একাধিক ঘটনায় লোকজনরা শংকিত হয়ে পড়ছেন।
এদিকে মৌলভীবাজার মডেল থানার তদন্ত কর্মকর্তা পরিমল দেব এসব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নিয়ম অনুযায়ী একজন করোনা সন্দেহ জনক ব্যক্তি নমুনা দেয়ার পর রেজাল্ট আসার আগ পর্যন্ত বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার কথা। কিন্তু এখানে এ নিয়ম কেউ মানছেন না। এধরণের আচরণ জন স্বাস্থ্যের জন্য বিপদজনক।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D