আরও ২১০ পুলিশ সদস্য করোনা আক্রান্ত

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০

আরও ২১০ পুলিশ সদস্য করোনা আক্রান্ত
  •  অনলাইন ডেস্ক

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনের লোকজনও ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় আরও ২১০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে পুলিশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩০২ জনে।

শুক্রবার (৩ জুলাই) করোনার আপডেট তথ্য থেকে এসব জানা গেছে। তবে মোট আক্রান্তের মধ্যে ৭ হাজার ৩২৭ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পুলিশ সদর দফতর ও বিভিন্ন ইউনিটের দেয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের মধ্যে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরতদের মধ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩১৮ সদস্য। যা গতকাল ছিল ২ হাজার ৩১১ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ডিএমপির আরও ৭ সদস্য আক্রান্ত হয়েছেন।

পুলিশ সদর দফতর থেকে জানানো হয়, আক্রান্তদের সংস্পর্শে আসায় ১২ হাজার ২৬ সদস্যকে কোয়ারেন্টাইনে এবং ৪ হাজার ৬৭৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৪৪ জন গর্বিত সদস্য চলমান করোনাযুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ স্বীকার ত্যাগ করে জীবন উৎসর্গ করেছেন।

দেশে এ পর্যন্ত করোনায় মোট এক হাজার ৯৬৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মোট শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ৫৬ হাজার ৩৯১ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল