মৌলভীবাজারের সিদ্দিক বাহরাইনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

মৌলভীবাজারের সিদ্দিক বাহরাইনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় বাহরাইনের রফা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম সিদ্দিক মিয়া (৩২)। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের রজিব আলীর ছেলে।

এলাকাবাসী জানান, সিদ্দিক মিয়া প্রায় ১৩ বছর আগে বাহরাইনে পাড়ি জমান। তিনি সেখানে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রায় ৫ বছর আগে দেশে এসে বিয়ে করেছেন। তবে তাঁর কোনো সন্তান নেই।

নিহত প্রবাসীর ভাগ্নে লিয়াকত আলী জানান, শনিবার তিনি বাহরাইন আলদুর নামের এলাকার উদ্দেশ্য কাজের লোক আনার জন্য গাড়ি নিয়ে বের হন। এসময় রফা এলাকায় পৌঁছামাত্র আকস্মিকভাবে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়েছে।