সিলেট ল’ কলেজ ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে জরুরী সভা

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

সিলেট ল’ কলেজ ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে জরুরী সভা

আজ শুক্রবার বাদ মাগরিব শহরের এক অভিজাত হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট ল’ কলেজ শাখার নেতৃবৃন্দ কলেজ কমিটিকে পূর্নাঙ্গ করা এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় নিয়ে এক জরুরী সভা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট ল’ কলেজ ছাত্রদলের সভাপতি- শাহিন আহমদ, সাধারণ সম্পাদক- হোসাইন আহমদ হাসান,সিনিয়র সহ-সভাপতি- মোহাম্মদ আলী, সহসভাপতি-আবিদুল হক শাহান,জাবেদ আহমেদ,শফি আহমেদ শফিক,যুগ্ম সাধারণ সম্পাদক- শাকিল আহমদ, সুলতান মাহমুদ, আজির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক- মাসুম মিয়া ও প্রমুখ

উপস্থিত সকল নেতৃবৃন্দের আলোচনার ভিত্তিতে সভাপতি বলেন যে,আমরা পুর্নাঙ্গ কমিটিতে ঐসকল নেতৃবৃন্দকে মুল্যায়ন করবো, যারা দীর্ঘদিন ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে রাজপথে দেশ ও দলের জন্য কাজ করতেছে,দলের সকল প্রকার কার্যক্রমে নিরলস ও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে,যারা গনতন্ত্রকে পুনঃরুদ্ধার করার জন্য সর্বদায় কাজ করবে তাদেরকেই আগামী দিনে আমাদের সিলেট ল’ কলেজ ছাত্রদলের পুর্নাঙ্গ কমিটিতে সম্মানজনকভাবে স্থান দেওয়া হবে,
এছাড়াও বর্তমান কমিটিতে পদ প্রাপ্ত যেসকল নেতৃবৃন্দ সক্রিয়ভাবে কাজ করতেছেন না,যারা পদবী পেয়েও সেই পদবীর যথার্থ মুল্যায়ন করতেছেন না,সেই সকল পদবিদারী নেতৃবৃন্দের কার্যক্রম সিনিয়র নেতৃবৃন্দের দৃস্টিতে তুলে ধরে উনাদের প্রতি অতী শীগ্রই সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল