কমলগঞ্জে স্ত্রীকে চড় মারায় শ্বশুরের নেতৃত্বে জামাতার উপর হামলায়, থানায় অভিযোগ

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

কমলগঞ্জে স্ত্রীকে চড় মারায় শ্বশুরের নেতৃত্বে জামাতার উপর হামলায়, থানায় অভিযোগ

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে স্বামী-স্ত্রীর বিরোধকে কেন্দ্র করে শুক্রবার (১৭ জুলাই ) সন্ধ্যায় স্বামী রুবেল মিয়া (৩০) স্ত্রী পারভীন বেগমের (২৫) গালে চড় মারেন। এ ঘটনায় স্ত্রী বাবার বাড়ি গিয়ে অভিযোগ করায় রাতে বাড়ি ফেরার পথে শ্বশুর শেরালি মিয়ার নেতৃত্বে একদল সশস্ত্র লোক হামলা চালিয়ে জামাতা রুবেল মিয়াকে বেদড়কভাবে পিটিয়ে আহত করে। এসময় ভাইকে বাঁচাতে এসে রুবেলের বোনসহ ৩ জন আহত হয়েছেন। এলাকাবাসী রুবেল মিয়াকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতে জামাতা রুবেলের বোন শিল্পী বেগম (৩৫) বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে।
কমলগঞ্জ থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে পাত্রখোলা চা বাগানের বড়লাইন শ্রমিক বস্তিতে শুক্রবার সন্ধ্যায় রুবেল মিয়ার তার স্ত্রী পারভীন বেগমের গালে চড় মারে। এতে লাঞ্চিত স্ত্রী পারভীন বেগম স্বামীর বাড়ি ছেলে একই চা বাগানে বাবার বাড়ি গিয়ে অভিযোগ করে। এর জের ধরে রাত সাড়ে ৮টায় জামাতা রুবেল মিয়া বাড়ি ফেরার পথে রাস্তায় শ্বশুর শেরালি মিয়া মিয়ার নেতৃত্বে একদল সশস্ত্র লোক হামলা চালিয়ে বেদড়কভাবে পিটিয়ে আহত করে। এসময় তাকে বাঁচাতে এসে রুবেলের মেয়ে রুনা বেগম (১৬), বড় বোন শিল্পী বেগম (৩৫), প্রতিবেশী আজাদ মিয়া (২২) আহত হয়েছেন। ঘটনার পর এলাকাবাসী গুরুতরভাবে আহতাবস্থায় জামাতা রুবেল মিয়াকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রুবেল মিয়ার মাতা, হাত ও পা-সহ দেহের বিভিন্ন্ন স্থানে জখম হয়েছে।
অভিযোগকারী রুবেল মিয়ার বড় বোন শিল্পী বেগম বলেন, স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক বিরোধ থাকতে পারে। আর স্বামী স্ত্রীর গায়ে হাত তুললেও এর সামাজিক বিচার করা যায়। তা না করে ভাইয়ের শ্বশুর পরিকল্পিতভাবে রাস্তায় ওৎ পেতে থেকে এভাবে সশস্ত্র হামালা চালিয়েছেন। তা মেনে নেওয়া যায় না। তাই তিনি থানায় অভিযোগ করেছেন।
তবে অভিযুক্ত সম্পর্কে জানার চেষ্টা করে রুবেল মিয়ার শ্বশুর মেরালী মিয়ার সাথে যোগোয়োগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তবে এ বিষয়ে পাত্রখোলা চা বাগান ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা তিনি শুনেছেন। তবে তার কাছে কোন পক্ষ অভিযোগ করেনি। আর এখন যেহেতু বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে সেহেতু আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হোক।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার ও লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, সরেজমিন তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।