আলাবক্স মসজিদের পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

আলাবক্স মসজিদের পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু
আজির উদ্দিন শিহাব, শ্রীমঙ্গল
শ্রীমঙ্গল  মিশন রোডের আজ ১৯জুলাই মাশাআল্লাহ মানিক ষ্টোরের মালিক ও শ্রীমঙ্গল  পৌর যুবলীগ ৮নং ওয়ার্ড শাখার  সভাপতি মোঃ মানিক আহমদের ছোট ভাই মোঃ শাকিল আহমেদ সোনা মিয়া রোডস্থ  আলাবক্স মসজিদের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে এই যুবকের।সূত্রে জানা যায় সাতার নতুন শিখছে সে পুকুরে এক পাড়ে থেকে অন্য পাড়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। মৌলভীবাজার হাসপাতালে নেওয়ার পর ইন্তেকাল করেছে।।