মৌলভীবাজারের নতুন আরোও ৩০ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

মৌলভীবাজারের নতুন আরোও ৩০ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজার প্রতিনিধি
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে থেকে পাওয়া পরীক্ষার রিপোর্টে মৌলভীবাজারের নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মৌলভীবাজারের শনাক্ত ৩০ জনের মধ্যে সদর উপজেলায় ৮, রাজনগরে ১ জন, শ্রীমঙ্গলে ৪ জন, জুড়ীতে ৩ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১৪ জন রয়েছেন।

আক্রান্তের সাথে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫ জন করোনা রোগী। সুস্থ হওয়া সকলেই মৌলভীবাজারের কুলাউড়ার বাসিন্দা। তবে সেই সময়ে জেলাটিতে কোনো করোনা সংক্রমিত ব্যক্তি মারা যায়নি। বর্তমানে মৌলভীবাজার জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৬৯ জনে। এর মধ্যে সদরে ৪১ জন, রাজনগরে ৬০ জন, কুলাউড়ায় ১২৮ জন, বড়লেখায় ৬২ জন, কমলগঞ্জে ৮৮ জন, শ্রীমঙ্গলে ৯১ জন, জুড়ীতে ৭৫ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৩২৪ জন রয়েছেন।

মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় হাসপাতালে ভর্তি আছেন ৭৬ জন করোনা রোগী। যার মধ্যে রাজনগরে ৫ জন, কুলাউড়ায় ২০ জন, বড়লেখায় ৬ জন, শ্রীমঙ্গলে ৯ জন, জুড়ীতে ১১ জন এবং সদর হাসপাতালে ২৫ জন রয়েছেন। এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় বর্তমানে করোনাজয়ী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ জনে। জেলায় করোনা সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১০ জন।