ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক হুমায়ূন কবীর ও সহকারী অধ্যাপক মো. মশিউর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সোয়া ১২টায় ইউনিভার্সিটির প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদ উল্লাহ তালুকদার বলেন, জামায়াতের রুকন ও নাশকতা মামলার পলাতক আসামী মঞ্জুর হোসেন তার স্ত্রী ফাতেমা আকতারকে দিয়ে বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষকের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় মিথ্যা মামলা দায়ের করিয়েছেন। উপাচার্য বলেন, মামলাবাজ এই জালিয়াত চক্র ইতোপূর্বে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলের জন্য নানা ষড়যন্ত্র করেছে। ট্রাস্টের জাল দলিল সৃজন ও ইউনিভার্সিটির ১২টি এফডিআর’র মূল রশিদ চুরির অভিযোগে মঞ্জুর হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এখন তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মনির উদ্দিনের সভাপতিত্বে ও আইন বিভাগের সেকশন অফিসার সৈয়দ জয়নাল আবেদীন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত রেজিস্টার নসরত আফজা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ হাসান মাহমুদ, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো. তারেক উদ্দিন তাজ। এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল