২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়িতে প্রথম মহিলা কলেজ হচ্ছে। গাছবাড়ী অঞ্চলের এক ঝাঁক উদীয়মান সৃষ্টিশীল তরুণের উদ্যোগে গাছবাড়ি উইমেন্স কলেজ যাত্রা শুরু করবে চলতি ২০২০-২১ সেশনে। শুরুতে মানবিক শাখায় শিক্ষার্থী ভর্তি করা হবে। গাছবাড়ী অঞ্চলের দীর্ঘদিনের দাবী উচ্চতর শিক্ষা বিস্তারে একটি নারী কলেজ। দীর্ঘদিনের লালিত এ স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন দেশ-বিদেশের কয়েকজন উদ্যোমী তরুণ। এ নিয়ে জনমনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। গাছবাড়ি উইমেন্স কলেজ গাছবাড়ী বাজারের সন্নিকটে অত্যন্ত মনোরম পরিবেশে সম্পূর্ণ সিসি ক্যামেরা বেষ্টিত ক্যাম্পাস নির্মাণের প্রয়োজনীয় কার্যক্রম অনেকদূর এগিয়ে চলেছে। অাগামী ৯ অাগষ্ট থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। কলেজের অন্যতম সমন্নয়ক ইকবাল অাহমদ চৌধুরী বলেন, গাছবাড়ী অঞ্চলের দীর্ঘদিনের দাবী পূরণে অামরা কয়েকজন এগিয়ে এসেছি,সকলের সহযোগিতায় এগিয়ে যেতে চাই। গাছবাড়ি অঞ্চলে নারী শিক্ষায় একটি মাইলফলক অবদান রাখবে গাছবাড়ি উইমেন্স কলেজ। তথ্যপ্রযুক্তি নির্ভর একটি অাধুনিক মানসম্মত প্রতিষ্টান গড়তে অামরা বদ্ধ পরিকর। গাছবাড়ি উইমেন্স কলেজ প্রতিষ্টার খবরে অানন্দিত এলাকাবাসী। এলাকার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কলেজ প্রতিষ্টাকে অভিনন্দন জানিয়েছেন। সাংবাদিক তাওহীদুল ইসলাম ও জয়নাল আজাদ মনে করেন এ কলেজ নারী জাগরণে অগ্রণী ভূমিকা পালন করবে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D