আগামীকাল থেকে বসছে বালাগঞ্জ বাজারে পশুরহাট

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

আগামীকাল থেকে বসছে বালাগঞ্জ বাজারে পশুরহাট
বালাগঞ্জ প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের বালাগঞ্জ বাজারে আগামীকাল বৃহম্পতিবার থেকে পশুরহাট বসছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবার করোনা পরিস্থিতির কারণে ঈদকে সামনে রেখে পশুরহাটে সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলে পশু ক্রয়-বিক্রয় করতে হবে। ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় মাঠ। প্রতি সোম ও বৃহস্পতিবার বসবে পশুর হাট। যা ঈদের আগ পর্যন্ত চলবে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, পশুর হাটের জন্য নির্ধারণ করা স্থানটি সাজানো হয়েছে। খুঁটি পুঁতে তৈরী করা হয়েছে পশু রাখার স্থান।
এব্যাপারে বালাগঞ্জ পশুর হাটের ইজারাদার চুনু মিয়া জানান, স্বাস্থবিধি মেনে হাট ঈদের আগের দিন পর্যন্ত পরিচালিত হবে। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে হাট পরিচালনার জন্য বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের কর্মীরা পশুর হাটে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল