বর্তমান সরকারের আমলে চা শ্রমিকদের জীবনমানের অনেক পরিবর্তন এসেছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

বর্তমান সরকারের আমলে চা শ্রমিকদের জীবনমানের অনেক পরিবর্তন এসেছে : পরিবেশ মন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জুড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার (৩০জুলাই) চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এককালীন আর্থিক অনুদানের চেক বিতরনী অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন আহমদ বলেছেন, এ দেশের বিশাল একটা জনগোষ্ঠী চা শ্রমিক।

তাই বর্তমান সরকারের আমলে তাদের জীবনযাত্রার মান অনেক উন্নয়ন হয়েছে। অনেকে উচ্চ পর্যায়ে চাকরিও করছে। শেখ হাসিনার সরকার তাদের জন্য কাজ করে। এই সরকার ক্ষমতায় থাকলে চা শ্রমিকদের জীবনযাত্রার উন্নয়নের যাত্রা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে ভিডিওকলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুক আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, রতনা চা বাগান পঞ্চায়েত সভাপতি সুমন ঘোষ। জুড়ী উপজেলার বিভিন্ন চা বাগানের ২৩১ জন চা শ্রমিককে ৫ হাজার টাকা করে মোট ১১ লাখ ৫৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।