২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি
নতুন প্রজন্ম প্রযুক্তির ভালো দিকটি গ্রহন না করে মন্দদিকে আসক্ত হওয়ায় বইয়ের প্রতি তারা বিমুখ হয়ে পরেছে। বিভিন্ন বই পড়ে নিজেদের যোগ্য করে ভবিষ্যতে নেতৃত্ব দানের উপযোগী করে তুলতে হবে। কুলাউড়া জনপদের মানুষ আপন মহিমায় একদিন নিজেদেরকে দেশে বিদেশে তুলে ধরবেন। আর বাতিঘর ফাউন্ডেশন সেই আলোকিত মানুষ তৈরীতে বিশেষ ভুমিকা রাখবে। মৌলভীবাজারের কুলাউড়ায় বাতিঘর ফাউন্ডেশনের বাতিঘর লাইব্রেরীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল একথা বলেন ।
সোমবার(৩ আগস্ট) সন্ধ্যা ৬ টায় কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের প্রতাবীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাতিঘর লাইব্রেরীর শুভ উদ্বোধন করেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
অগ্রনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মন্তাজ আলীর সভাপতিত্বে ও বাতিঘর ফাউন্ডেশনের উদ্যোক্তাদের অন্যতম সদস্য ঢাকা বারের এ্যাডভোকেট মো: ফয়সাল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাব কুলাউড়া প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন কুমার দেব রতন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ভানু পুরকায়স্থ, প্রবীণ রাজনীতিবিদ মো: আজাদ মিয়া, কুলাউড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, শিক্ষক মাহবুবুল আলম আকুল, উপজেলা যুবলীগ নেতা তৈমুল ইসলাম, ইউপি সচিব আব্দুল বারী, বাতিঘরের সদস্য মতিউর রহমান, আমার কুলাউড়া পত্রিকার সম্পাদক মো: জীবন রহমান, সাংবাদিক আলাউদ্দিন কবির, মাহফুজ শাকিল প্রমুখ।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে আলোর দ্যুতি ছড়িয়ে দিতে দেশে ও বিদেশে অবস্থান করা মেধাবী ও প্রজ্ঞাবান ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় বাতিঘর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। এই বাতিঘর ফাউন্ডেশনের প্রথম প্রদক্ষেপ হিসেবে এই লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে। এই বাতিঘরের মাধ্যমে এই অঞ্চলের দরিদ্র ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে বলে ফাউন্ডেশন নেতৃবৃন্দ জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D