২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০
করোনাকালীন সময়ে গৃহবন্দি শিশু-
শোরদের প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন দেওয়ার উদ্যোগ নিয়েছে সমকাল সুহৃদ সমাবেশ, সিলেট। সমকালের পাঠক সংগঠনের উদ্যোগে ‘শিশু-কিশোর ভার্চুয়াল কুইজ প্রতিযোগিতা-২০২০’ এর আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
সিলেট বিভাগের শিশু-কিশোররা নিজেদের বাসাবাড়িতে বসে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভার্চুয়াল কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এই বিভাগের যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
এদের মধ্যে ৩য় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের একটি গ্রুপ এবং ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপ থাকবে। প্রত্যেক গ্রুপের শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে আলাদা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে; যা সরাসরি সমকাল সুহৃদ সমাবেশের ফেসবুক পেইজে প্রচারিত হবে।
এই প্রতিযোগিতায় অংশ গ্রহণের আগ্রহী শিক্ষার্থীরা বাসাবাড়িতে বসে সমকাল সুহৃদ সমাবেশ, সিলেটের ফেসবুক পেইজ https://www.facebook.com/Suhridsylhet/ বা সরাসরি এই লিংকে https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfnAEFXdOWJddDVEWOzKOXaVD3DAfqn6OyZYq8buer88hHYEA/viewform লগইন করে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবে।
আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশনের পর আয়োজকরা যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিযোগীদের মোবাইলের মাধ্যমে প্রতিযোগিতার সময়সহ অন্যান্য নিয়মাবলী জানিয়ে দেবেন।
বাংলা, ইংরেজি, মুক্তিযুদ্ধ-বাংলাদেশ, সাধারণ জ্ঞান ও খেলাধুলা বিষয়ে নৈবিত্তিক বা multiple-choice পদ্ধতিতে শিশু কিশোর ভার্চুয়াল কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে সনদ ও বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
এছাড়া যেকোন তথ্যের জন্য প্রয়োজনে সমকাল সুহৃদ সমাবেশ, সিলেট জেলার সভাপতি (01717415758) ও সাধারণ সম্পাদকের (01764561996) সঙ্গে যোগাযোগ করা যাবে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D