২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার পৌর এলাকার কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ৪ খন্ডকালীন শিক্ষক ও ১ জন অফিস সহকারীর সরকারী প্রণোদনার টাকা তাদের বেতন থেকে কর্তন করে স্কুল ফান্ডে জমা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে প্রণোদনাপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, প্রণোদনাপ্রাপ্ত শিক্ষকরা হলেন, নোমান আহমদ, মো: মাহমুদ খান, তন্বী সাহা ও আপ্তাব আলী এবং অফিস সহায়ক রথীন্দ্র কুমার াশ। প্রত্যেক শিক্ষককে ৫ হাজার ও অফিস সহায়ককে ২ হাজার ৫শত টাকা প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দ য়ো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, প্রণোদনার টাকা প্রধানমন্ত্রীর উপহার। শিক্ষকরা এই টাকা পাওয়ায় বেতন থেকে কর্তন করে স্কুলের ফান্ডে জমা রাখা হয়েছে। স্কুলের সভাপতি অনেকটা জোর খাটিয়েই এই কাজটি করেছেন।
এ বিষয়ে কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন সংবাদকর্মীদের বলেন, বিষয়টা এমন নয়, আমরা স্কুলের এফডিআর ভেঙে শিক্ষকদের বেতন দিচ্ছি। প্রণোদনার টাকা শিক্ষকরা তাদের একাউন্টেই জমা করেছেন। প্রয়োজনে আপনি স্কুলের সভাপতি মিছবাহউর রহমানের সাথে কথা বলতে পারেন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D