পিএসজি ছেড়ে চেলসিতে সিলভা

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০

পিএসজি ছেড়ে চেলসিতে সিলভা

স্পোর্টস ডেস্ক :: প্যারিস সেন্ত জার্মেইয়ে (পিএসজি) ক্যারিয়ারের ইতি টানলেন থিয়াগো সিলভা। রোববার রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল দিয়ে ফ্রান্সের দলটির হয়ে শেষ ম্যাচ খেলেন থিয়াগো।

থিয়াগোর পরবর্তী ঠিকানা ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। আগামী মৌসুমের শুরুতেই এ ব্রাজিলিয়ান যোগ দেবেন অলব্লুজ শিবিরে। ৩৫ বছর বয়সি এ ডিফেন্ডার এক মৌসুমের চুক্তিতে চেলসি যাচ্ছেন। ২০১২ সালে এসি মিলান থেকে পিএসজিতে এসেছিলেন সিলভা। আট বছর সফলতার সঙ্গে ফ্রান্সে ক্যারিয়ার গড়ার পর ইংল্যান্ডে পাড়ি দিচ্ছেন।

এ আট বছরে পিএসজির হয়ে সাতবার লিগ ওয়ান কাপ জিতেছেন তিনি। তবে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি। সেই আক্ষেপ যাবার বেলাও থেকে গেল। এবার তার অধিনায়কত্বে চ্যাম্পিয়নস লিগ জয়ের সূবর্ণ সুযোগ ছিল পিএসজির। সেভাবেই শুরু থেকে এগিয়ে যাচ্ছিল দল। কিন্তু ফাইনালে এসে তালগোল পাকিয়ে ম্যাচ হারে ফরাসি দলটি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল