২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলা ফোরামের সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যক্রম ও নৈতিক স্খলনজনিত কারণে বাসদের সদস্য রায়হান আনসারী ও ছাত্র ফ্রন্টের শহর সভাপতি সজিবুল ইসলাম তুষারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার আলাদা আলাদা বিবৃতিতে তাদের অব্যাহতি দেন বাসাদের জেলা আহবায়ক মঈনুর রহমান মগনু ও ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি রেহনোমা রুবাইয়াৎ।
বাসদের বিবৃতিতে বলা হয়, ২৮ আগস্ট বাংলাদেশের সমাজতান্ত্রিক ল-বাস মৌলভীবাজার জেলা কমিটি ও বর্ধিত ফোরামের এক জরুরি সভা জেলা শাখার আহ্বায়ক এডভোকেট মঈনুর রহমান মগনু এর সভাপতিত্বে সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় লের শৃঙ্খলাবিরোধী কার্যক্রম ও নৈতিকস্খলনজনিত কারণে বাস মৌলভীবাজার জেলা বর্ধিত ফোরামের সদস্য রায়হান আনছারিকে লের সকল প্রকার ায়দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সাথে রায়হানকে সাত কার্যদিবসের মধ্যে কারণ র্শানোর নোটিশ য়ো হয়।
ছাত্র ফ্রন্টের বিবৃতিতে বলা হয়, ২৭ আগস্ট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার এক জরুরি সভা সভাপতি রেহনোমা রুবাইয়াৎ এর সভাপতিত্বে সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়াল মিডিয়ায় প্রচারিত বক্তব্যের ভিত্তিতে অনুসন্ধানপূর্বক সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যক্রম ও নৈতিক স্খলনজনিত কারণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও শহর শাখার সভাপতি সজিবুল ইসলাম তুষার কে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার ায়ায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
একই সাথে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সকল প্রকার অন্যায়, অসামাজিক ও অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D