২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০
স্পোর্টস ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতেই ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন সুরেশ রায়না। কিন্তু গত শনিবার জানা যায় এ বছর আইপিএল খেলবেন না রায়না। তার এমন সংবাদে অনেকেই হতবাক হয়েছেন।
অনেকে হয়তো ভেবেছেন চেন্নাই সুপার কিংসের ১৩ জন ক্রিকেটারের শরীরে করোনার আলামত পাওয়া যাওয়ায় হয়তো কোনো সমস্যা হয়েছে। অথবা টিম ম্যানেজমেন্টের সঙ্গে রায়নার কোনো ঝামেলা হয়েছে, তাহলে আইপিএল খেলতে আমিরাতে গিয়ে কেন তিনি ফেরত আসবেন।
এ বছর রায়নার আইপিএল না খেলার মূল কারণ হল- করোনাভাইরাস যেভাবে চেন্নাই সুপার কিংস শিবিরে হানা দিয়েছে, তাতেই ভয় পেয়ে যান রায়না। নিজের দুই সন্তান, চার বছরের গ্রেসিয়া ও মাত্র পাঁচ মাসের রিয়োকে নিয়েই চিন্তিত তিনি।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে আইপিএলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করা রায়না বলেছেন, সন্তানের থেকে কোনোকিছুই গুরুত্বপূর্ণ নয়। তার এমন কথাই প্রমাণ করে সন্তানদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেই এ বছর আইপিএল খেলা থেকে বিরত রয়েছেন তিনি।
আইপিএল না খেলে রায়না ফিরে আসার সিদ্ধান্ত নেয়ায় চেন্নাই সুপার কিংসে তার সতীর্থ শেন ওয়াটসন ইনস্টাগ্রাম ভিডিওতে বলেছেন- সকালে ঘুম থেকে উঠে এ খারাপ খবরটা পেলাম। আশা করি, সব ঠিক হয়ে যাবে। তবে তোমার অভাব অনুভূত হবে। তুমি দলের হৃদয়। আইপিএলও অনুভব করবে তোমার অনুপস্থিতি। তুমি আইপিএলে এতটাই বড় তারকা; তবে তোমার ঠিকঠাক থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, ভারতে তুলনামূলক করোনাভাইরাস বেশি সংক্রমিত হওয়ায় এ বছর আইপিএল হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএলের ১৩তম আসর শুরু হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D