লা লিগা শুরু ১২ সেপ্টেম্বর মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অক্টোবর

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

লা লিগা শুরু ১২ সেপ্টেম্বর মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অক্টোবর

স্পোর্টস ডেস্ক :

লিওনেল মেসি শেষ পর্যন্ত বার্সেলোনা ছেড়ে চলে গেলে এল ক্লাসিকোর আবেদনে নিশ্চিতভাবেই ভাটা পড়বে।

তবে জীবনের মতো ফুটবলেও কারও জন্য কিছু থেমে থাকে না। বার্সা-মেসি বিচ্ছেদ নাটকের মধ্যেই সোমবার লা লিগার নতুন মৌসুমের সূচি চূড়ান্ত হল।

করোনা মহামারীতে প্রলম্বিত হওয়া স্প্যানিশ লিগের গত মৌসুম শেষ হয়েছে ১৯ জুলাই। প্রায় আট সপ্তাহ পর আগামী ১২ সেপ্টেম্বর ভ্যালেন্সিয়া-লেভান্তে ম্যাচ দিয়ে শুরু হবে ২০২০-২১ মৌসুম। লা লিগার সবচেয়ে আকর্ষণীয় লড়াই এল ক্লাসিকো রাখা হয়েছে সপ্তম রাউন্ডে।

আগামী ২৫ অক্টোবর ন্যুক্যাম্পে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে বার্সেলোনা। আগামী বছরের ১১ এপ্রিল রিয়ালের ডেরা বার্নাব্যুতে ফিরতি এল ক্লাসিকো।

গত মাসে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ব্যস্ত থাকায় বার্সা, রিয়াল, অ্যাটলেটিকো মাদ্রিদ ও সেভিয়ার মতো বড় দলগুলো প্রথম রাউন্ডে খেলবে না। বার্সা আরেক সপ্তাহ বেশি ছুটি পাচ্ছে।

২০ সেপ্টেম্বর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর ২৭ সেপ্টেম্বর শুরু হবে বার্সার মৌসুম। ন্যুক্যাম্পে প্রথম ম্যাচে কাতালানদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে লিগের শেষ রাউন্ড মাঠে গড়াবে আগামী বছরের ২৩ মে। শেষ ম্যাচে বার্সেলোনা খেলবে এইবারের মাঠে এবং ঘরের মাঠে রিয়াল খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল