২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০
স্পোর্টস ডেস্ক :
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বুধবার রাত ২:৫০ মিনিটে কাতার এয়ারওয়েজে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন দেশ সেরা এই অলরাউন্ডার।
বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বিমানবন্দরের ভিআইপি এন্ট্রির লগ বুক থেকে।
সকালে বিমানবন্দরে গিয়ে দেখা যায় ভিআইপি লাউঞ্জের লগ বুকে লেখা আছে, সাকিব-আল-হাসানের নাম ও তার গাড়ির সংখ্যা (দুটি)। পরে বিমানবন্দরে খোঁজ নিয়ে জানা যায় সাকিবের এ্যারাইভাল হয়েছে রাত ২টা ৫০ মিনিটে, কাতার এয়ারওয়েজে।
বিমানবন্দরে নেমেই ঢাকাস্থ নিজ বাসায় চলে যান সাকিব।
এদিকে বিকেএসপি সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতির জন্য ঢাকায় ফেরার এক কী দুই দিন বাদে করোনা পরীক্ষা করাবেন আইসিসি কর্তৃক একবছর নিষিদ্ধ এই অলরাউন্ডার। পরীক্ষায় পজিটিভ হলে হোম কোয়ারেন্টাইনে থাকবেন। আর নেগেটিভ হলে দু-একদিনের মধ্যেই বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন তিনি।
উল্লেখ্য, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত মার্চে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন সাকিব। তারপর থেকে সেখানেই অবস্থান করছিলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ক্রিকেটাররটি।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D