২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০
স্পোর্টস ডেস্ক :
বার্সেলোনার সভাপতি প্রার্থী ভিক্টর ফন্ট স্কাই স্পোর্টস নিউজকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, আমি আশা করি লিওনেল মেসি ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করবেন; তবে মনে হয় না সে পরিবর্তন করবে।
লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের ওপর ক্ষুব্ধ ভিক্টর ফন্ট।
তিনি বলেছেন, বার্সেলোনার বর্তমান এ পরিচালনা পর্ষদ দেখিয়েছে যে, তারা এ ধরনের সিদ্ধান্ত নিতে প্রস্তুত নয়। এ কারণে আমরা বার্তোমেউয়ের তাৎক্ষণিক পদত্যাগ দাবি করছি। পাশপাশি আগামী বছর পরিকল্পিত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছি।
ভিক্টর ফন্টের মতো বার্সেলোনার সাবেক সহ-সভাপতি জর্দি মেস্ত্রেও আশাবাদী মেসি বার্সেলোনায় থাকবেন। তিনি বলেছেন, আমি আশাবাদী শেষ পর্যন্ত মেসি তার সিদ্ধান্তের পুনর্বিবেচনা করবেন এবং ক্লাবটিতে অবিরত খেলে যাবেন।
বার্সেলোনার সাবেক সহ-সভাপতি এমিলি রুসউদ বিশ্বাস করেন, মেসির এ বিদায়টা বার্তোমেউয়ের ব্যর্থতার সঙ্গে জড়িয়ে থাকবে যুগের পর যুগ।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D