রিয়ার পক্ষ নিয়ে সুশান্তভক্তদের একহাত নিলেন তাপসী

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

রিয়ার পক্ষ নিয়ে সুশান্তভক্তদের একহাত নিলেন তাপসী

স্পোর্টস ডেস্ক :

মৃত্যুর আড়াই মাস পেরিয়ে গেলেও বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে হইচই এখনও তুঙ্গে।

ভারতের গণমাধ্যমগুলো শিরোনামে এখনও ঘুরপাক খাচ্ছে সুশান্ত মৃত্যুর রহস্য।

মৃত্যুর পর পর ময়নাতদন্তের রিপোর্টকেই সত্যায়িত করল ভারতের গোয়েন্দা বিভাগ সিবিআই। গত ১ সেপ্টেম্বর সিবিআইয়ের তিন অফিসার দাবি করেছেন– এখন পর্যন্ত সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে।

আর এমন খবর গণমাধ্যমে এলে অনেকটা তেলেবেগুনে জ্বলে ওঠেন ভারতীয় শোবিজের বেশ কিছু তারকা।

সুশান্ত মৃত্যুর রহস্যে রিয়া চক্রবর্তী ও তার পরিবারের ওপর প্রমাণহীন খুনের অভিযোগে চলমান মানসিক অত্যাচারের প্রতিবাদ জানান তারা।

এসব তারকার মধ্যে বলিউড অভিনেত্রী তাপসী পান্নু অন্যতম।

রিয়ার পক্ষ নিয়ে সুশান্তভক্তদের একহাত নিলেন তাপসী।

এক টুইটবার্তায় তাপসী লিখেছেন– ‘আমি সুশান্ত সিং রাজপুতকে ব্যক্তিগতভাবে চিনি না। রিয়াকেও না। তাদের দুজনকেই আমার সহকর্মী মনে করি। এ বিষয়ে কথা বলার আগে আমি অনেক ভেবেছি। ভেবে মনে হলো, একজন অভিনয়শিল্পীর মৃত্যুতে আরেক অভিনয়শিল্পীকে নিয়ে যা চলছে, তা নিয়ে যদি এখনও কথা না বলি, তা হলে অভিনয়শিল্পী হিসেবে নিজের কাছে দায়ী থেকে যাব। এখনও কিছুই প্রমাণিত নয়। অথচ একজন নারীকে রীতিমতো খুনি বানানোর চেষ্টা চলছে।’

তাপসী আরও লেখেন, ‘আমি নিজের নৈতিক জায়গা থেকে আর চুপ থাকতে পারলাম না। সামাজিক যোগাযোগমাধ্যমে যার অ্যাকাউন্ট আছে, সেই একজন বিচারক বনে গেছে। ইচ্ছেমতো নিজের রায় জানিয়ে দিচ্ছেন তারা। যাকে তাকে অভিযুক্ত করছেন। আপনারা বরং দেশের বিচারব্যবস্থার ওপর আস্থা রাখুন। যার কাজ তাকে করতে দিন।’

রিয়ার পক্ষ নিয়ে তাপসী লেখেন, বাস্তবতা হলো সেই নারী ও তার পরিবারের ওপর কী যাচ্ছে আমরা কল্পনাও করতে পারি না। এসব নোংরামি বন্ধ করুন। আইনকে নিজের গতিতে কাজ করতে দিন।

তথ্যসূত্র: টুইটার, পিংকভিলা

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল