মেসির বার্সা ছাড়ার সিদ্ধান্তে যা বললেন রামোস

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

মেসির বার্সা ছাড়ার সিদ্ধান্তে যা বললেন রামোস

স্পোর্টস ডেস্ক :
বার্সায় আর থাকতে রাজি নন মেসি। এখন পর্যন্ত এমনটিই শোনা যাচ্ছে। ইতিমধ্যে বার্সার দাবি মোতাবেক, রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরোর হিসাব চুকিয়েই মেসিকে নিজ দলে ভেড়াবে ইংলিশ ক্লাব ম্যানসিটি। এমন খবরই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।

তবে মেসি বার্সেলোনা ছেড়ে না যাক, এমনটিই চাইছেন ক্লাবটির চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোস।

মেসিকে ন্যু ক্যাম্পে দেখতে চান রামোস।

জার্মানির বিপক্ষে উয়েফা নেশন্স লিগে মুখোমুখি হওয়ার আগের দিন গণমাধ্যমের সামনে এসে রামোস বলেন, ‘আমরা চাচ্ছি না, মেসি স্পেন ছেড়ে যাক। যদিও নিজের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সম্পূর্ণ অধিকার খেলোয়াড়ের রয়েছে। মেসি নিজে যা ভালো মনে করবেন, তাই করবেন। তিনি ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন। তার প্রতি আমার শ্রদ্ধা সবসময়ই থাকবে। তবে আমি বলতে পারি– স্পেনের ফুটবলের জন্য, বার্সার জন্য আমরা চাইব মেসি যেন বার্সেলোনা ছেড়ে না যান। আমরা চাই সবসময়ই সেরা থাকতে। নিজেরা এবং প্রতিদ্বন্দ্বীরাও।’

রামোসের এমন বক্তব্যের পর এটি বুঝতে কারও বাকি নেই যে, মেসি চলে গেলে লা লিগা জনপ্রিয়তা হারাবে অনেক। প্রতিদ্বন্দ্বিতা কমে যাবে। রিয়াল-বার্সা প্রতিদ্বন্দ্বিতা ততটা জমে উঠবে না। অনেকটাই ভাটা পড়বে লিগের দর্শক সংখ্যায়।

তাই সঙ্গত কারণেই বার্সা থেকে মেসির প্রস্থান চান না রামোস।

তথ্যসূত্র: গোল ডট কম

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল