মানুষ আমার মতো কাউকে এই পদে চায়: শোয়েব আখতার

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

মানুষ আমার মতো কাউকে এই পদে চায়: শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক :
দেশের ক্রিকেটের ভুলত্রুটি নিয়ে মাঠের মতোই তোপ দাগান সাবেক পাক গতিতারকা শোয়েব আখতার।

নিজের ইউটিউব চ্যানেলে বিশ্লেষণের পাশাপাশি ইচ্ছেমতো ধুয়ে দেন দায়িত্ব পালনে অবহেলাকারীদের।

আর এ জন্যই নাকি তাকে প্রধান নির্বাচকের পদে দেখতে চান পাকিস্তানের সাধারণ জনতা।

এমনটিই মনে করছেন এই রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

সোজাসাপ্টা ভাষায় শোয়েব আখতার বলেন, আমি জানি সাধারণ মানুষ আমার মতো কাউকে নির্বাচকের মূল দায়িত্বে দেখতে চান। এমন একজনকে তারা চান, যিনি হবেন স্ট্রেট-ফরোয়ার্ড এবং ক্রিকেটারদের কাছ থেকে পারফরম্যান্স চাইবেন।

সাবেক এই পেসার বলেন, কেউ আমাকে এখনও প্রধান নির্বাচকের পদে প্রস্তাব দেয়নি। তবে যিনিই পদটা পাক, তাকে স্পষ্টবাদী হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো– প্রধান নির্বাচককে মানসিকতায় পরিবর্তন আনতে হবে। এটি আমাদের খুব দরকার। প্রধান নির্বাচক এবং হেড কোচকে দলের স্বার্থে এক জায়গায় দাঁড়াতে হবে।

উল্লেখ্য, চাপ কমাতে মিসবাহ-উল হককে পাকিস্তানের প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেয়ার আলোচনা চলছে। তাকে শুধুই কোচিংয়ে মনোযোগ দিতে বলা হয়েছে। আর প্রধান নির্বাচকের পদে পাকিস্তানের সাবেক কোনো ক্রিকেটারকে নিয়োগ দেয়ার কথা ভাবা হচ্ছে।

দেশটির ক্রিকেটাঙ্গনে এমন খবর চাউর হওয়ার পরই প্রধান নির্বাচকের পদে শোয়েব আখতারকে নেয়া হতে পারে বলে গুঞ্জন চলছে।

তথ্যসূত্র: সার্কেল অব ক্রিকেট, টাইমস নাউ নিউজ

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল