ভালোবাসার প্রশ্ন তোলায় প্রচণ্ড কষ্ট পেয়েছি: মেসি

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

ভালোবাসার প্রশ্ন তোলায় প্রচণ্ড কষ্ট পেয়েছি: মেসি

স্পোর্টস ডেস্ক :

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার পর থেকেই তাকে নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক সংবাদ প্রকাশিত হয়।

এ ব্যাপারে মেসি বলেছেন, আমার বিরুদ্ধে যে খবরগুলো প্রকাশিত হয়েছে, আমাকে তা প্রচণ্ড কষ্ট দিয়েছে। বিশেষ করে মিথ্যা খবরগুলো। তারা ভেবেছিল নিজের লাভের জন্য আমি বার্সার বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাব। এ ধরনের কাজ আমি কখনই করব না। আবারও বলছি, আমি চলে যেতে চেয়েছিলাম এবং এটা আমার অধিকার। কারণ চুক্তিতেই ছিল, আমাকে ছেড়ে দেয়া যায়।

রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার হাতাশা প্রকাশ করে বলেছেন, আমি একাকী বোধ করিনি। কিছু মানুষ আছে, যাদেরকে সব সময় পাশে পেয়েছি। এটাই আমার জন্য যথেষ্ট এবং এটাই আমাকে শক্তি জোগায়। কিন্তু কিছু বিষয়ে আমি কষ্ট পেয়েছি। কিছু লোক, কিছু সাংবাদিক বার্সেলোনার প্রতি আমার নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছে এবং এমন সব কথা বলেছে, যা আমার প্রাপ্য ছিল না। এসব অবশ্য আমাকে মানুষ চিনতে সহায়তা করেছে।

তিনি আরও বলেছেন, ফুটবলের দুনিয়াটা খুব কঠিন এবং এখানে অনেক কপট মানুষ আছে। এই ক’দিনে যা হল, এসব আমাকে সাহায্য করেছে কপটদের চিনতে, যাদের সম্পর্কে আমার ধারণা ছিল ভিন্ন। ক্লাবের প্রতি আমার ভালোবাসা প্রশ্নবিদ্ধ করাটা আমাকে আহত করেছে। আরও কতদিন থাকি বা না থাকি, সেটা কোনো ব্যাপার নয়। বার্সার প্রতি আমার ভালোবাসা কখনও বদলাবে না।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল