‘বার্সেলোনা ছাড়ার খবরে মাঠের খেলায় প্রভাব পড়বে না’

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

‘বার্সেলোনা ছাড়ার খবরে মাঠের খেলায় প্রভাব পড়বে না’

স্পোর্টস ডেস্ক :

বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি বলেছেন, আমি বার্সাতেই খেলা চালিয়ে যাব এবং কতটা তীব্রভাবে ক্লাব ছাড়তে চেয়েছি, সেটির কোনো প্রভাব আমার মানসিকতায় পড়বে না। নিজের সেরাটা দেব, আমি সবসময় জিততে চাই। আমি লড়াকু এবং কিছুই হারতে পছন্দ করি না। সবসময় ক্লাবের, ড্রেসিংরুমে এবং আমার জন্য সবচেয়ে ভালোটা চেয়েছি।

চ্যাম্পিয়ন্স লিগে এবার নিয়ে বার্সেলোনার সাফল্য খরা দীর্ঘায়িত হল টানা পাঁচ মৌসুম। কোচ কিকে সেতিয়েনকে বিদায় করে দলকে সঠিক পথ দেখাতে রোনাল্ড কোম্যানকে আনা হয়েছে।

শুক্রবার গোল ডটকমকে দেয়া সাক্ষাৎকারে এ ব্যাপারে মেসি বলেছেন, আমি সেসময় এটা বলেছিলাম যে, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য আমাদের যে সহায়তা দরকার, সেটা দেয়া হচ্ছে না। আসলে, আমি জানি না এখন কী হবে। নতুন একজন কোচ এসেছেন এবং নতুন ভাবনা থাকবে। এটা ভালো, কিন্তু আমাদের দেখতে হবে দল কীভাবে সাড়া দেয় এবং এটা আমাদেরকে শীর্ষ পর্যায়ে লড়াই করতে দেয় কি না। যেটা বলতে পারি, সেটা হচ্ছে যে, আমি থাকছি এবং বার্সেলোনার জন্য নিজের সেরাটা দেব।

বার্সেলোনা ম্যানেজমেন্টের প্রতি রাগ, ক্ষোভ আর হতাশা থেকেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এ সুপারস্টারের সঙ্গে বার্সেলোনার চুক্তি রয়েছে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত।

তার আগে ক্লাব ছাড়তে হলে মেসিকে বার্সার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হতো ৭০ কোটি ইউরো। এত টাকা না থাকায় আরও ১০ মাস বার্সেলোনায় থেকে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন মেসি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল