শিক্ষা হয়েছে ফিঞ্চদের

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০

শিক্ষা হয়েছে ফিঞ্চদের

স্পোর্টস ডেস্ক :
৩৬ বলে প্রয়োজন ৩৯ রান, উইকেট আছে নয়টি। এই ম্যাচ কোনো দল হারতে পারে?

কিংবা অস্ট্রেলিয়ার মতো দল হারতে পারে! চোখ কপালে ওঠার মতো সেই নাটকই মঞ্চস্থ হয়েছে শুক্রবার সাউদাম্পটনে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত হেরে গেছে।

ম্যাচের পর অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলছেন, তাদের শিক্ষা হয়েছে।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি ২০ ম্যাচটি ইংল্যান্ড জিতেছে দুই রানে। শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৫ রান।

দ্বিতীয় বলে মার্কাস স্টয়নিস বিশাল এক ছক্কা মারলেও সুবিধা করতে পারেননি আর। সাত উইকেটে ইংল্যান্ডের করা ১৬২ রানের জবাবে ছয় উইকেটে ১৬০ রানে থামে অস্ট্রেলিয়া।

ম্যাচ শেষে ইংল্যান্ডকে প্রাপ্য কৃতিত্ব দিলেন ফিঞ্চ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল