আয়ে মেসিকে টপকে গেলেন রোনালদো

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০

আয়ে মেসিকে টপকে গেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক :

আয়ের দিক থেকে বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফোর্বস ম্যাগাজিনের তালিকায় মেসির চেয়ে মাত্র ১ মিলিয়ন মার্কিন ডলার বেশি আয় রোনালদোর।

আয়ের দিক থেকে শীর্ষে থাকা বিশ্বের প্রথম দশজন সেলিব্রেটির তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। সেই তালিকায় ওপরের দিকেই রয়েছে রোনালদোর নাম। গত মৌসুমে ১০৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন সিআরসেভেন। তার ঠিক পরেই রয়েছেন মেসি। আর্জেন্টাইন সুপার স্টারের আয় ১০৪ মিলিয়ন মার্কিন ডলার।

তবে ক্রীড়াঙ্গনে আয়ের দিক থেকে শীর্ষে রয়েছেন টেনিস তারকা রজার ফেদেরার। তিনি গত বছর আয় করেছেন ১০৬ মিলিয়ন মার্কিন ডলার। যদিও মূল তালিকায় তিনি রয়েছেন তিন নম্বরে।

ফোর্বস ম্যাগাজিনের শীর্ষ ধনীদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন কাইলি জেনার। তিনি ৫৯০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল