২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
স্পোর্টস ডেস্ক :
অস্ট্রেলীয় জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়ায় উসমান খাজা জন্মভূমি পাকিস্তানে ফিরে গিয়ে ওই দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে চান।
৩৩ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান বলেছেন, ক্রিকেট বিশ্বের অনেক দেশেই টি-টেয়েন্টি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট রয়েছে। আমি এখনও সেই সব টুর্নামেন্টে খেলার সুযোগ পাইনি।
তিনি আরও বলেছেন, ইংল্যান্ডের বিগ ব্যাশ, ভারতের আইপিএল, বাংলাদেশের বিপিএল, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল আর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আমার খেলার সুযোগ হয়নি। আমি এসব টুর্নামেন্টে খেলতে আগ্রহী।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলাপে অস্ট্রেলিয়ান এই তারকা ব্যাটসম্যান বলেছেন, আমার পরিবার পাকিস্তান থেকে এসেছে, সেখানেই আমি জন্মগ্রহণ করেছি। আমি একদিন সেখানে ফিরে যেতে চাই। আমি গত ১২ বছর পাকিস্তানে ছিলাম না, তবে পাকিস্তানেও আমার প্রচুর সমর্থক রয়েছে। সেখানে ফিরে গিয়ে সেই ভক্তদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারলে ভালো হবে।
২০১১ সালের জানুয়ারিতে অস্ট্রেলীয় ক্রিকেট দলে অভিষেক হয় উসমান খাজার। সবশেষ ২০১৯ সালের আগস্ট পর্যন্ত খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে ৪৪টি টেস্ট, ৪০টি ওয়ানডে আর ৯টি টি-টেয়েন্টি ম্যাচ খেলেছেন খাজা।
পাকিস্তানের ইসলামাবাদে উসমান খাজার জন্ম। তিনি যখন ছোট ছিলেন তার পরিবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বসতি স্থাপন করে। ২০১১ সালে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে প্রথম মুসলিম ক্রিকেটার হিসেবে অ্যাশেজ সিরিজে অভিষেক হয় উসমান খাজার। খেলোয়াড়ের পাশাপাশি তিনি একজন যোগ্যতাসম্পন্ন পাইলট হিসেবেও পরিচিত।
দেশের হয়ে ১০টি সেঞ্চুরির সাহায্যে ৪ হাজার ৬৮২ রান করেন উসমান খাজা।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D