২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
স্পোর্টস ডেস্ক :
সবচেয়ে কম বয়সে জাতীয় দলের জার্সি গায়ে পরার রেকর্ড গড়েছেন বার্সা তারকা আনসু ফাতি।
তাকে বিস্ময় বালক বলছে ফুটবলবিশ্ব।
রোববার রাতে সেই নামকরণের সার্থকতাই দেখালেন মাত্র ১৭ বছর বয়সী এ বার্সা তারকা।
নিজের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেই গোল করলেন তিনি।
রোববার রাতে উয়েফা নেশন্স লিগে ইউক্রেনের মুখোমুখি হয়েছিল শক্তিশালী স্পেন।
আনসু ফাতির এক গোল ও অধিনায়ক সার্জিও রামোসের জোড়া গোলে ইউক্রেনকে উড়িয়ে দিল স্পেন।
নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউক্রেনকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছেন সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই ইউক্রেনের বিপক্ষে তুমুল আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে স্পেন। ম্যাচের তৃতীয় মিনিটের মাথায় বক্সের মধ্যে আনসু ফাতিকে ফাউল করে বসেন ইউক্রেনের এক ডিফেন্ডার।
রেফারি পেনাল্টির বাঁশি বাজালে সফল স্পট কিক থেকে গোল আদায় করেন অধিনায়ক রামোস।
২৯ মিনিটের মাথায় ইউক্রেন শিবিরে ফের আঘাত হানেন রামোস। এবার আর পেনাল্টি থেকে নয়। দুর্দান্ত এক হেডে ইউক্রেনের গোলরক্ষককে পরাস্ত করেন রামোস।
২-০তে লিড নেন লুইস এনরিকের শিষ্যরা। এদিকে আনসু ফাতির নৈপুণ্যে ইউক্রেনের আক্রমণভাগে আতঙ্ক তৈরি হয়। তাকে ঠেকাতেই ঘাম ঝরতে থাকে ইউক্রেনিয়ান ডিফেন্ডারদের।
কিন্তু বেশিক্ষণ আর ধরে রাখা যায়নি ফাতিকে। ম্যাচের ৩২তম মিনিটে দুর্দান্ত এক শটে ইউক্রেনের জালে বল জড়িয়ে দেন আনসু ফাতি।
৩-০ গোলে লিড নিয়ে শেষ হয় স্পেনের প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে স্পেনের অনেক প্রচেষ্টাই ব্যর্থ হয় ইউক্রেনের রক্ষণভাগের কাছে।
৩ গোলে পিছিয়ে থেকেও একটি বলও স্পেনের জালে জড়াতে পারেনি ইউক্রেন। উল্টো ম্যাচের ৮৪তম মিনিটে আরও একটি গোল হজম করেন তারা। ২০ বছর বয়সী আরেক তরুণ ফেরান তোরেসের গোলে এক হালি পূর্ণ হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D