চেন্নাইয়ের পর দিল্লিতেও করোনার হানা

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

চেন্নাইয়ের পর দিল্লিতেও করোনার হানা

স্পোর্টস ডেস্ক :

চেন্নাই সুপার কিংসের মতো দিল্লি ক্যাপিটালস দলেও আঘাত হেনেছে মহামারী করোনা। করোনা পজিটিভ হয়েছেন দিল্লি ক্যাপিটালসের সহকারী ফিজিওথেরাপিস্ট।

আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে নামার পর দুটি পরীক্ষাতেই করোনা পজিটিভ হয়েছেন দিল্লি টিমের ওই সদস্য! সেই ফিজিওথেরাপিস্ট কারও সংস্পর্শে আসেননি।

দিল্লির টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, তিনি এখনও কারও সঙ্গে দেখা করেননি। এমনকি কোনো খেলোয়াড় স্টাফের সংস্পর্শেও আসেননি। তাই তাকে দ্রুত আইসোলেশনে রাখা হয়েছে। দিল্লির সেই ফিজিওথেরাপিস্ট এখন দুবাইয়ে ১৪ দিনের আইসোলেশন ফ্যাসিলিটিতে রয়েছেন।

দলীয় ক্যাম্পে যোগ দিতে হলে তাকে দুটি করোনা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেই টিমের সঙ্গে যুক্ত হওয়ার ছাড়পত্র পাবেন।

এর আগে করোনা পজিটিভ হয়েছেন চেন্নাই সুপার কিংসের ১৩ জন সদস্য। যাদের মধ্যে দুজন খেলোয়াড় রয়েছেন। আর ভারত ছাড়ার আগে করোনা পজিটিভ হন রাজস্থান রয়্যালসের ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল