মেসি বার্সেলোনায় থেকে যাওয়ায় খুশি লা লিগা সভাপতি

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

মেসি বার্সেলোনায় থেকে যাওয়ায় খুশি লা লিগা সভাপতি

স্পোর্টস ডেস্ক :
অনেক নাটকের পর সেই বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। ক্লাবের শর্ত মেনে যেতে না পারায় এক প্রকার বাধ্য হয়েই চুক্তি অনুসারে আগামী ১০ মাস বার্সায় থাকছেন লিওনেল।

মেসি বার্সালোনায় থেকে যাওয়ায় খুশি লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। তিনি বলেছেন, আমরা চাই মেসি আমাদের সঙ্গে থাকুক। ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় সে এবং আমরা চাই লা লিগাতেই সে তার ক্যারিয়ার শেষ করুক। সে আমাদের সঙ্গে ২০ বছর ধরে আছে এবং সে অন্য লিগে না গিয়ে আমাদের সঙ্গে থেকে যাওয়ায় আমরা খুবই খুশি।

মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেয়ার পর থেকে কাতালোনিয়ার দলটির সঙ্গেই আছেন মেসি। সাম্প্রতিক বছরগুলোতে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে নানা বিষয়ে মতভেদ দেখা দেয়ায় ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড চেয়েছিলেন দলবদল করতে।

শুক্রবার গোল ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ক্লাব বলছে- ১০ জুনের আগে আমি কেন তাদের জানাইনি যে ক্লাব ছাড়তে চাই। ভেবেছিলাম আমি অন্য ক্লাবে যেতে পারব। এর মাঝে চলে এলো করোনাভাইরাস। এজন্যই আমি ন্যুক্যাম্পে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বার্সার জার্সি গায়ে এই মৌসুমেও মাঠে নামব। কারণ ক্লাব প্রেসিডেন্ট আমাকে বলেছেন, চলে যেতে চাইলে আমাকে ৭০ কোটি ইউরো দিয়ে যেতে হবে। চুক্তির রিলিজ ক্লজে এই শর্ত জুড়ে দেয়া হয়েছে। ৭০ কোটি ইউরো দেয়া আমার পক্ষে অসম্ভব।

বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ৮-২ ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকেই ছিটকে যায় বার্সেলোনা। ক্লাবের এমন হতাশজনক পারফরম্যান্সের কারণে প্রধান কোচ কিকে সেতিয়েনকে বিদায় করে দিয়ে নতুন করে রোনাল্ড কোম্যানকে দায়িত্ব দিয়েছে বার্সেলোনা। নতুন কোচের সঙ্গে সোমবার প্রথমবারের মতো অনুশীলন করেছেন মেসি। আগামী রোববার শুরু হবে ২০২০-২১ মৌসুমের লা লিগা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল