‘বাবর নিজের সিদ্ধান্ত নিজেই নেয়’

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

‘বাবর নিজের সিদ্ধান্ত নিজেই নেয়’

স্পোর্টস ডেস্ক :

পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক বাবর আজমকে মাঠে তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার পুরো স্বাধীনতা দেয়া হয়েছে।
এমনটি জানিয়ে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল হক বলেছেন, বাবর আজম তার নিজের সিদ্ধান্ত নিজেই নেয়, কারণ আমরা তাকে অধিনায়ক হিসেবে পুরো স্বাধীনতা দিয়েছি। আমরা বিশ্বাস করি সে ভুল করতে করতেই একদিন শিখবে এবং উন্নতির পথে থাকবে।

করোনাভাইরাসের মধ্যেই ইংল্যান্ড সফরে যায় পাকিস্তান। সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের দুটিতে বৃষ্টির কল্যাণে ড্র করে। তবে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানের লিড নিয়েও শেষ পর্যন্ত হেরে যায় আজহার আলীর নেতৃত্বাধীন দলটি। আর টি-টোয়েন্টির তিন ম্যাচের একটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও শেষ খেলায় জিতে সিরিজে ১-১ ড্র করে পাকিস্তান।

ইংল্যান্ড সফরে প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ায় করোনাকেই দায়ী করছেন কোচ মিসবাহ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেছেন, খেলোয়াড়রা কোনো প্রস্তুতি ছাড়াই এ সফরে গেছে। তবে তারা যেভাবে ক্রিকেট খেলেছে এবং শৃঙ্খলা দেখিয়েছে তা প্রশংসা করা উচিত। তাছাড়া করোনাভাইরাসের এই সংকট মুহূর্তে জীবন নিয়েও তারা শঙ্কায় ছিল।

মিসবাহ আরও বলেছেন, অবশ্যই আমার সবচেয়ে বড় আক্ষেপ ফলাফলের দিক থেকে, কারণ আমরা টেস্ট সিরিজটি ১-০ ব্যবধানে হেরেছি আর টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে জিততে পারতাম। আমরা কিছু প্রযুক্তিগত এবং কৌশলগত ভুল করেছি।

তিনি আরও বলেছন, আমাদের কয়েকজন বোলার এখন তরুণ, তারা এই মুহূর্তে অনভিজ্ঞ। আমাদের ধৈর্য ধরতে হবে এবং কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে এই বোলারদের বিকাশের জন্য সময় দেয়া দরকার। তারা প্রথম টেস্ট এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিছুটা আতঙ্কিত ছিল, তবে তারা অভিজ্ঞতা অর্জন করলে ভবিষ্যতে আরও ভালো করবে।

দলের পারফরম্যান্স নিয়ে মিসবাহ বলেছেন, আমি আমাদের ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট। ফলাফল আমাদের পক্ষে না এলেও আমরা সঠিক পথেই রয়েছি, আমি নিশ্চিত ভবিষ্যতে আরও ভালো করতে পারব।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল