তিনটি জিএম টুর্নামেন্ট দাবার পঞ্জিকায়!

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

তিনটি জিএম টুর্নামেন্ট দাবার পঞ্জিকায়!

স্পোর্টস ডেস্ক :

আগামী এক বছরের জন্য খসড়া পঞ্জিকা তৈরি করেছে দাবা ফেডারেশনের নতুন কমিটি। ক্যালেন্ডারে তিনটি গ্র্যান্ডমাস্টার (জিএম) টুর্নামেন্ট রাখা হয়েছে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম বলেন, ‘তিনটি জিএম টুর্নামেন্ট আমরা পঞ্জিকায় রেখেছি। তবে চূড়ান্ত হয়নি।’ জানুয়ারি, এপ্রিল ও জুনে অনুষ্ঠিত হওয়ার কথা এই তিন টুর্নামেন্ট।

খসড়া পঞ্জিকানুযায়ী তিন জিএম টুর্নামেন্টের দুটি ঢাকায় এবং অন্যটির ভেন্যু ঢাকা অথবা চট্টগ্রাম। এশিয়ান জোনাল দাবারও আয়োজন করবে বাংলাদেশ। ফেডারেশনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, তিনটি গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের জিএম নর্ম অর্জন করা। সেই সঙ্গে শেখ নাসির আহমেদসহ অন্যদের আন্তর্জাতিক মাস্টার নর্ম পাওয়াও অন্যতম লক্ষ্য।

বর্তমানে ফর্মে রয়েছেন দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। এখন তার স্ট্যান্ডার্ড রেটিং ২৩১৯। আর মাত্র তিনটি নর্ম অর্জন করতে পারলেই ২৫০০ রেটিং পেরিয়ে দেশের ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হবেন তিনি। ফাহাদের সাম্প্রতিক পারফরম্যান্স খুবই ভালো। ক’দিন আগে অনলাইন বিশ্ব অলিম্পিয়াডে নেদারল্যান্ডসের সুপার গ্র্যান্ডমাস্টার আনিস গিরিকে হারিয়েছেন ফাহাদ। অনলাইন দাবায় রেটিং নেই বলে আফসোস ছিল তার।

রেটিং থাকলে ওই টুর্নামেন্টেই জিএম হওয়ার পথে অনেকটা এগিয়ে যেতে পারতেন ফাহাদ। তার কথায়, ‘যদি ঠিকমতো টুর্নামেন্টগুলোতে খেলতে পারি, তাহলে আমি লক্ষ্যে পৌঁছতে পারব।’

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল