মৌলভীবাজারে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য , হত্যা না আত্মহত্যা ?

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

মৌলভীবাজারে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য , হত্যা না আত্মহত্যা ?

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার জেলার সদর উপজেলায় ফারহানা আক্তার ছামিয়া (২১) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের হয়েছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটে। নিহত ছামিয়া সদর উপজেলার মোস্তফাপুর ইউপির গোমড়া গ্রামের হোসাইন আহমদের পুত্র রুবেল আহমদ এর স্ত্রী।
ছামিয়া পরিবারের াবি শারীরিক নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। স্বজন ও এলাকাবাসীর প্রশ্ন এটি স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যাকান্ড। মৃতের ঘটনায় ছামিয়া পরিবারের লোকজনের াবি স্বামীর বাড়ির লোকজন তাকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করেছে। কারণ তাদের মেয়ে স্বামীর বাড়িতে অসুখী ছিলো। প্রায় ছামিয়া তার স্বামীর পরিবারে অশান্তিতে ছিলো।
তবে ছামিয়া স্বামীর রুবেল আহমদ জানান, ীর্ঘ নি থেকে তার স্ত্রীর মাথায় মানসিক সমস্যা ছিলো। গত কিছুদিন থেকে শ্বশুড় বাড়ির লোকদের নিয়ে চিকিৎসা করানো হয়েছে।
গৃহবধূ ছামিয়ার মৃত্যুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিনুল হক জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে লাশ মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।