১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৬
৩০ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার: জগন্নাথপুর পৌর শহরের ভবের বাজারস্থ শাহ আব্দুল আজিজ কিন্ডার গার্টেন স্কুলের উদ্যোগে উপজেলার নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সম্মানে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহ আব্দুল আজিজ কিন্ডার গার্টেন স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান আবুল মহসিন হিরা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যরিষ্টার ইমন আরো বলেন- বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে এলাকার উন্নয়নে নবনির্বাচিত চেয়ারম্যানদের কাজ করে যেতে হবে।
শাহ আব্দুল আজিজ কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্টাতা শাহ নুরুল করিমসহ সংবর্ধিত ইউনিয়ন পরিষদের চেয়াম্যানদের প্রতি অভিনন্দন জানান। তিনি জগন্নাথপুরসহ জেলার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে শাহ আব্দুল আজিজ কিন্ডার গার্টেন স্কুলের উন্নয়নে ১লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন।
সংবর্ধনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ সভাপতি সদ্য বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ট চেয়ারম্যান আকমল হোসেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহ্ আব্দুল আজিজ কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহ নুরুল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা।
কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাসিম, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলুছ মিয়া,যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুক ইবনে আনিস। স্কুলের ভাইস প্রিন্সিপাল জাকারিয়া আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ সুরঞ্জিত কুমার সেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুক ইবনে আনিছ, যুক্তরাজ্য প্রবাসী শাহ জিল্লুর করিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আ স ম আবু তাহিদ, দৈনিক ইত্তেফাক জগন্নাথপুর প্রতিনিধি মো. আব্দুল হাই, সমাজসেবক মাস্টার আব্দুল তাহিদ, আব্দুল ওয়াহাব, বাংলাদেশ মানবাধিকার ইউনিট জগন্নাথপুর শাখার সাধারন সম্পাদক আবুল হাসনাত আমির, মানবাধিকার কর্মী ডা: মাওলানা আশরাফ আলী, উপজেলা যুবলীগ নেতা ফারুক আহমদ, আবু তাহের রুহান, ছাত্রলীগ নেতা মাছুম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সিরাজুল ইসলাম। এতে জননেতা সিদ্দিক আহমদকে নিয়ে একটি গান পরিবেশন করেন গীতিকার মো: ফিরোজ চৌধুরী। সংবর্ধনা অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ প্রমুখ। পরে প্রধান অতিথিসহ সংবর্ধিত ইউপি চেয়ারম্যানদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D