মারা গেছেন শ্রীলঙ্কার সাবেক পেসার

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

মারা গেছেন শ্রীলঙ্কার সাবেক পেসার

স্পোর্টস ডেস্ক :

শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক পেসার টনি ওপাথা আর নেই। শুক্রবার সকালে কলম্বোর একটি হাসপাতালে স্ট্রোক করে মারা গেছেন এই তারকা ক্রিকেটার।

তার বয়স হয়েছিল ৭৩ বছর।

সত্তরের দশকে শ্রীলঙ্কা দল প্রথম বাংলাদেশ সফর করে। সে সময় লঙ্কান পেস আক্রমণের মূল পেসার ছিলেন টনি ওপাথা। মূলত সেই সময়ের শ্রীলঙ্কার সেরা পেসার ছিলেন ওপাথা।

সত্তরের দশকে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটের অন্যতম দাপুটে ক্রিকেটার ছিলেন টনি।

যদিও আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে ১৯৭৫ থেকে ১৯৭৯ বিশ্বকাপের মাঝে পাঁচটি ওয়ানডে খেলেছেন ওপাথা।

তবে ওথাপাকে ক্রিকেটবিশ্ব মনে রাখবে অন্য একটি কারণে। ১৯৮২-৮৩ মৌসুমে শ্রীলঙ্কা ক্রিকেট দল যে দক্ষিণ আফ্রিকায় বিদ্রোহী সফরে গিয়েছিল, সেই সফরের মূল উদ্যোক্তা ছিলেন ওপাথা। শুধু অধিনায়ক হয়ে নয়, দলের ম্যানেজার হিসেবেও সেই সফরে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

যে কারণে আজীবন নিষেধাজ্ঞায় পড়েছিলেন তিনি।

তবে ২০১৮ সালে অবশ্য হারানো সম্মান ফিরে পেয়েছিলেন ওথাপা। শ্রীলঙ্কার যে ৪৯ খেলোয়াড়কে ক্রিকেটে বিশেষ অবদানের জন্য সম্মানিত করা হয়েছে, তাদের মধ্যে অন্যতম টনি ওপাথা।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিক ইনফো

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল