২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০
স্পোর্টস ডেস্ক :
পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে দেয়া এক লাখ রুপির মাসিক বেতনের প্রস্তাব পায়ে ঠেলেছেন দেশটির স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়ার অপমান মাথায় রেখেই বোর্ডের এই লোভনীয় প্রস্তাবে রাজি হননি এ বর্ষীয়ান অলরাউন্ডার। এমনটাই জানা গেছে।
এ নিয়ে পাক ক্রিকেটমহলে তোলপাড় শুরু হয়েছে। এর আগেও কিছুদিন ব্যাটে রান না আসায় হাফিজ ফুরিয়ে গেছেন বলে সমালোচনা করা হয়েছিল।
৩৯ বছর বয়সী এই স্পিনিং অলরাউন্ডারের এখন খেলা ছেড়ে দেয়া উচিত বলে তার সমালোচনায় মেতেছিলেন কেউ কেউ।
এবার সেসব সমালোচকদের মুখে ঝামা ঘষে দিলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান ও হাফিজের সতীর্থ কামরান আকমল।
স্থানীয় এক সংবাদমাধ্যমে কামরান আকমল বলেছেন, ‘এমন ঘটনা আমি জীবনে অনেক দেখেছি। কারও সম্পর্কে ভালো করে না জেনেই লোকে শেষ দেখে ফেলে। তারা জানেও না, জাতীয় দলে আসতে ওই ক্রিকেটারকে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে। খুব সহজেই লোকে বলে দেয়, অমুক শেষ, তার বদলে অন্যকে নাও।’
আকমল আরও যোগ করেন, ‘আমাদের এখানে সাবেক ক্রিকেটারসহ কত লোকে বলেছে হাফিজের বদলে অন্য কাউকে নিতে। এখন সেই হাফিজই পাকিস্তানকে জিততে সহায়তা করেছে। ওই লোকগুলোর এখন মুখ দেখানোর উপায় নেই। আশা করি, তাদের এখন শিক্ষা হয়েছে।’
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত হওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন হাফিজ। সিরিজসেরার পুরস্কার তারই। তিন ম্যাচে হাফিজ ১৭৬.১৩ স্ট্রাইকরেটে দুটি হাফসেঞ্চুরিসহ ১৫৫ রান করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D