২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০
স্পোর্টস ডেস্ক :
সতীর্থ বা প্রতিপক্ষ খেলোয়াড়দের যথাযথ সম্মান ও প্রশংসা করতে কখনও কার্পণ্য করেন না ডি ভিলিয়ার্স।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে করা তার মন্তব্যে সে কথাই আবারও প্রকাশ পেল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০১৮ সালের আসরে মাশরাফির অধীনে রংপুর রাইডার্সের হয়ে খেলে গেছেন ডি ভিলিয়ার্স।
যে কারণ মাশরাফির সঙ্গে বেশ সখ্য রয়েছে এই প্রোটিয়া ক্রিকেটারের।
মাশরাফি প্রসঙ্গে কথা বলতে গিয়ে ডি ভিলিয়ার্স জানিয়েছেন, বাংলাদেশ দলের সফলতম এই অধিনায়কের সঙ্গে নিজের অনেক মিল খুঁজে পান।
সম্প্রতি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জিতে এক লাইভ অনুষ্ঠানে এ কথা বলেন দক্ষিণ আফ্রিকার এই মারকুটে ব্যাটসম্যান।
তিনি বলেছেন, ‘মাশারাফির সঙ্গে আমি বেশ ভালোভাবে মিশতে পারি। এর প্রধাণ কারণ আমাদের মধ্যে অনেক মিল রয়েছে। ’
কী কী মিল রয়েছে তাও জানিয়েছেন ভিলিয়ার্স।
তিনি বলেন, আমার মতো তার মধ্যেও হার না মানা গুণটা রয়েছে। তিনি চাপের মুহূর্তে লড়তে পছন্দ করেন। আমাদের মধ্যে অনেক মিল রয়েছে।’
মাশরাফির প্রশংসায় ডি ভিলিয়ার্স আরও বলেন, ‘মাশরাফির অধীনে খেলা খুবই উপভোগ করেছি আমি। চাপের মুহূর্তেও তাকে শান্ত থাকতে দেখেছি। এ সময় আমি খুব মজা করতে পেরেছি। ব্যক্তি খেলোয়াড়ের কথা বাদ দিয়ে তাকে সবসময় দলীয়ভাবে চিন্তা করতে দেখেছি। ’
তথ্যসূত্র: ক্রিকট্র্যাকার
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D