২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
স্বপন দেব, নিজস্ব প্রতিনিধি :: সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর ৫ম মৃত্যুবার্ষিক শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো। সোমবার (১৪ সেপ্টেম্বর) মৌলভীবাজারে সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন, পারিবারিক ও দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
ুপুর সাড়ে ১২ টায় সৈয় শাহ মোস্তফা (র:) মাজার প্রাঙ্গণে সৈয়দ মহসীন আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন, মন্ত্রীর পরিবারে সদস্য, জেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা নওশের আলী খোকন, সৈয়দ সলমান আলী, সৈয়দা জেরিন আক্তার, সৈয়দা সাবরিনা শারমিন প্রমুখ।
পরে রগাহ মসজিে সৈয়দ মহসিন আলীর রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ জোহর মিলাদ মাহফিল শেষে গরীব ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। এ ছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদেও দোয়া, মিলাদ ও শিরনি বিতরণ করবেন তাঁর অনুসারীরা। এ বছর শহরের বেরীপাড়ের র্জীমহলের বাড়িতে কোভিড-১৯ এর কারণে পরিবারের সস্যরা কোন অনুষ্ঠানিক আয়োজন করেননি ।
উল্লেখ্য, সৈয়দ মহসীন আলী মৌলভীবাজার পৌরসভায় পরপর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন। পরে তিনি মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন । মৃত্যুকালে তিনি সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।অ
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D