২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
স্পোর্টস ডেস্ক :
শ্রীলংকান ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত যদি বাংলাদেশের শর্ত না মানে তাহলে টাইগাররা কি লংকা সফরে যাবেন না!
ক্রিকেটারদের বসিয়ে না রেখে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠে ক্রিকেট ফেরাতে চায়। মার্চে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়লে ঢাকা প্রিমিয়ার লিগ এক রাউন্ড হওয়ার পর বন্ধ করে দেয়া হয়।
সোমবার মিরপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, আমরা ক্রিকেট ফিরিয়ে আনব। ঘরোয়া ক্রিকেট শুরু করে দেব। ক্রিকেট আমরা মাঠে ফেরাবই।
তিনি আরও বলেছেন, কোচিং স্টাফরা এসেছেন। তারা থেকে যাবেন। ছেলেরা খেলার বাইরে অনেক দিন। ওদের আমরা খেলায় নিয়ে আসব। সব ক্লাবকে হয়ত ম্যানেজ করতে পারব না কিন্তু যেভাবে পারি, চেষ্টা করব। স্বাস্থ্যগত ব্যাপার অবশ্যই খেয়াল রাখব।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, আমরা শ্রীলংকাকে অনুরোধ করেছি, তারা যদি মেনে নেয়, তাহলে সেখানে যেতে পারি। আর তা যদি না হয় তাহলে অন্য পরিকল্পনা করতে পারি। আমরা ঘরোয়া লিগ শুরু করব। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসার কথা।
এইচপির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় বলেন, বিকেএসপিতে এখন অনূর্ধ্ব-১৯ দল রয়েছে। তাদের ক্যাম্প শেষ হলে এইচপির ক্যাম্প বিকেএসপিতে করতে পারি। একাডেমিতেও করতে পারি। এখন আবাসন একটা বিষয়।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, এখন ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল, বিসিএল এভাবে চিন্তা না করে অন্যভাবে ভাবা যায়। জৈব নিরাপত্তার ব্যাপার আছে। বোর্ডের নিয়ন্ত্রণে আছে যা সেগুলো আয়োজন করতে পারি। জাতীয় দলের দুই-তিনটা দল, এইচপি, অনূর্ধ্ব-১৯ দল আছে, সবাইকে নিয়ে কিছু করা যায় কিনা দেখি। যদি কর্পোরেট হাউসগুলো এগিয়ে আসে, কর্পোরেট লিগ হতে পারে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D