যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার কর্মী কয়েস আহমেদকে হত্যার হুমকি

প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার কর্মী কয়েস আহমেদকে হত্যার হুমকি

ডেস্ক রিপোর্ট
যুক্তরাজ্য প্রবাসী কয়েস আহমেদের পরিবারকে হুমকি প্রদান করা হয়েছে। জকিগঞ্জ উপজেলার থানা বাজার থানাধিন মানিকপুর এলাকার আব্দুল নুরের ছেলে যুক্তরাজ্য প্রবাসী কয়েছ আহমদ পরিবার বর্তমানে নগরীর লামাবাজারস্থ ছায়াতরু ৫৬/বি বাসায় বসবাস করে আসছেন। কয়েস আহমদের পরিবারের সদস্যদের দুর্বৃত্তরা হুমকি দিয়ে বলে আসে কয়েস আহমদকে পেলে তারা হত্যা করবে।

স্থানীয় সূত্র জানায়, কয়েস আহমদ দীর্ঘ ১৩ বছর যাবত যুক্তরাজ্য বসবাসরত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লেখালেখি করে আসেছেন। সেজন্য দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে তার বাসায় গিয়ে হুমকি প্রদান করে। প্রবাসীর মা ও বোনকে নানা ধরনের হুমকি প্রদান করে দুর্বৃত্তরা।

যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার ও বিএনপি কর্মী কয়েস আহমেদ তার নিজ ব্যবহারিত peace_for_Bangladesh ৬১ হাজার ফ্লোয়ারের ফেইসবুক পেইজ এর মাধ্যমে লেখালেখি করার সূত্র ধরে আজ প্রবাসীর বাসায় জোরপূর্বক প্রবেশ করে দুর্বৃত্তর। এসময় তারা পরিবারের মাধ্যেমে তাকে হত্যার হুমকি ও তার পরিবারের সদস্যদের নানাবিধি ভয়ভীতি প্রদান করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল