তার দাবী কেসওয়ার্কার মোহাম্মদ আব্বাস খাঁন একজন প্রতারক
প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাহিমা খানম

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>তার দাবী কেসওয়ার্কার মোহাম্মদ আব্বাস খাঁন একজন প্রতারক</span> <br/> প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাহিমা খানম

সিলেটের বাগবাড়ীস্থ একতা ৩৮৫ নং বাসার বাসিন্দা মাওলানা শফিক খানের মেয়ে যুক্তরাজ্য প্রবাসী রাহিমা খানমের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চলছে বলে তিনি দাবী করেন। তিনি প্রকাশিত সংবাদেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে একটি ষড়যন্ত্রকারী মহল মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করাচ্ছে যা সম্পুন্ন ভিত্তিহীন। সংবাদের যে তথ্য দেওয়া হয়েছে যে আমি যুক্তরাজ্যে লোক পাঠানোর নামে মানুষের সাথে প্রতারণা করেছি তা সঠিক নয় আমি নিয়ম অনুসারে যুক্তরাজ্যের বিভিন্ন কোম্পানী থেকে স্পনসরশিপ লেটার দিয়ে অনেকের যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করি। সেই আবেদন গুলো থেকে অনেকের ভিসা হয়েছে আবার অনেকের ভিসা হয় নি।

যাদের ভিসা হয় নি তাদের সাথে আমার সবধরনের যোগাযোগ আছে এবং চুক্তি অনুসারে যে ভাবে কথা হয়েছে সেই ভাবে কাজ চলছে। এখানে কোনো প্রতারণার সুযোগ নেই। আর যে কোম্পানীর কথা বলা হয়েছে যাদের নাম ব্যবহার করা হয়েছে সংবাদে তা সম্পন্ন মিথ্যে কারণ এই কোম্পানীতে আমি এখনো কর্মরত আছি আমি কাজ করছি। প্রয়োজনে তদন্ত করে দেখতে পারেন। সংবাদে কেসওয়ার্কার মোহাম্মদ আব্বাস খাঁন কথা বলা হয়েছে সে একজন প্রতারক।

সে বিভিন্ন ভাবে মানুষকে হয়রানী করছে। এমন কি সে গত সেপ্টেম্বরে থেকে আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। দেশে পরিবারের সাথে আমার যোগাযোগ না থাকা সত্যেও বাসার ঠিকানা খুঁজে বের করে সন্ত্রাসী পাঠিয়ে হুমকি প্রদান করাচ্ছে। আমি সহজ ভাবে মানুষকে সবকিছু বুঝানোর চেষ্টা করি সেই প্রতারণা মূলকভাবে বুঝি মানুষকে হয়রানী চেষ্টা করে। এই সকল বিষয় নিয়ে সে কয়েক বার আমাকে হুমকিও দিয়েছে এমনকি পুলিশের ভুয়া ফেইসবুক আইডি ব্যবহার করে আমাকে হয়রানী করেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। যার প্রমাণ হিসেবে তার ভয়েস আমার কাছে আছে।

বিষয়টি সম্পন্ন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। তাই আমি অনুরোধ করবো সঠিক তথ্য না জেনে সংবাদ পরিবেশন না করার জন্য। অনুগ্রহ করে সঠিক তথ্য জেনে সংবাদ উপস্থাপন করবেন। উপরোক্ত সকল বক্তব্যের প্রমানাধিন আমার কাছে আছে চাইলে আমি প্রেরণ করতে পারবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল