১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র মোগলাবাজার থানার অর্ন্তরগত জালালপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মাসুদ আলীর স্ত্রী শিউলী আক্তারের উপরের সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এই বিষয়ে গত ২৩ অক্টোবর এসএমপির মোগলবাজার থানায় যুক্তরাজ্য শিউলী আক্তারের ভাই নগরীর সুবিদবাজার এলাকার নূরানী ৮৩/২৮-এ বনকলাপাড়ার মো. তবারক আলীর পুত্র জাহাঙ্গীর আলম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। যাহার নং-০৯/১৩১(২৩.১০.২০২৪)। একই ঘটনায় পর দিন ২৪ অক্টোবর শিউলী আক্তারের স্বামীর ফুফাতে ভাই মোগলবাজার থানাধিন ধরপাড়া হাসানপুর গ্রামের নজরুল ইসলাম বাদি হয়ে আরেকটি অভিযোগ দাখিল করেন। যাহার নং- ১০/১৩২(২৪.১০.২০২৪)। এই বিষয়ে যুক্তরাজ্য প্রবাসী শিউলি আক্তার গত ৩১ অক্টোবর এসএমপি সিলেটের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)’র কাছে আরেকটি আবেদন করেন। মামলা সূত্রে জানা যায়, সমাজ সেবক ও যুক্তরাজ্য প্রবাসী শিউলী আক্তারের তার বসতভিটায় গত ১৯ অক্টোবর বিকাল ৫টায় সন্ত্রাসী হামলায় শিকার হন। মোগলবাজার থানাধিন ধরপাড়া হাসানপুর গ্রামের মৃত শুকুর আলী পুত্র খোয়াজ আলী, সিতাব আলীর পুত্র নজরুল ইসলাম নজই, সেলিম আহমদ, মৃত সরাফত উল্লাহ’র পুত্র শামীম আহমদ, সুরুজ আলীর পুত্র কাচাই মিয়া এ হামলা চালায়। যুক্তরাজ্য থেকে ফিরে শিউলী আক্তারের স্বামীর ক্রয় কৃত ভূমিতে পাকা ঘর নির্মান করেন। এতে আসামী ভূমি খেকোদের নজরে আসলে তারা শিউলী আক্তারের পরিবারের নিকট পূর্বে চাঁদা দাবী করে। এই বিষয়ে মোগলাবাজার থানা কর্তৃপক্ষ জানালে থানা থেকে আদালতে মামলা করার পরামর্শ প্রদান করে শিউলী আক্তারের ভাই জাহাঙ্গীরকে থানা হইতে তাড়িয়ে দেওয়া হয়। এরপর পরই ঘরের আগুন লাগিয়ে মিটারসহ ঘর জ¦ালিয়ে দেয় আসামীরা। এই বিষয়ে পূর্বের ন্যায় থানা কর্তৃপক্ষকে এদের বিরুদ্ধে মামলা আমলে নিতে বলে থানা কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করেন। পরে এই বিষয়ে আদালতে মামলা দায়ের করা হয়।
একই আসামীরা সাম্প্রতিক ১৯ অক্টোবর দেশীও অস্ত্রে যুক্তরাজ্য প্রবাসী শিউলী আক্তারের উপর হামলা করে তাকে বেদড়ক মারধর করে। শিউলী আক্তার ওসমানী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ কালে তার ভাই জাহাঙ্গীর থানায় মামলা করতে গেলে পূর্বের মত অভিযোগে একাধিকবার পরিবর্তন করায় ও তাদের ইচ্ছেমত অভিযোগ লিখান থানা কর্তৃপক্ষ এই অভিযোগ করেন জাহাঙ্গির। সেই সময় থানা কর্তৃপক্ষ ও ওসি তদন্তের নির্দেশে জাহাঙ্গীরকে ধমক দিয়ে থানা থেকে আবারও বের করে দেওয়া হয়। মামলার আসামীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করে একটি মিথ্যা মামলা দিয়ে যুক্তরাজ্য প্রবাসী শিউলী আক্তারের ভাই জাহাঙ্গীর ও নজরুল ইসলামকে হয়রানী করা হচ্ছে বলে দাবী করেন শিউলী আক্তার। এই বিষয়ে তিনি পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন স্থরে ন্যায় বিচারের আশায় অভিযোগ দাখিল করেছেন।
এই বিষয়ে এসএমপির মোগলবাজার থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা ফয়সাল আহমেদ বলেন, যুক্তরাজ্য প্রবাসী শিউলী আক্তারের পক্ষে দায়ের করা ২টি মামলাই আমলে নেওয়া হয়েছে। মামলা গুলো তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D