লকডাউন: তারেক রহমানের নির্দেশে সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

লকডাউন: তারেক রহমানের নির্দেশে সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের কারণে লকডাউন হওয়ায় দরিদ্র অসহায় মধ্যবিত্ত পরিবারগুলো খাদ্য সংকটে পড়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গতকাল সিলেটের দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

লকডাউনে যারা বাসা-বাড়ি থেকে বের হতে পারছেন না তাদের বাড়িতে গিয়ে জীবনের ঝুকি নিয়ে প্রয়োজনী সবকিছু পৌছে দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের মধ্যে অন্যতম সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, দক্ষিণ সুমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আসলামুল ইসলাম রুদ্র, সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউট সহ-সাংগঠনিক সম্পাদক পিএল চন্দ শ্রীবাস, মদন মোহন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম আলাল, দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাবেল আহমদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেনসহ নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল